রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুন: এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৬ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ৬ রোহিঙ্গাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম জেরিন সুলতানার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রোহিঙ্গা নাগরিক আরাফাত উল্লাহ (২২)।
১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করে বলেন, 'গতকাল বুধবার মধ্যরাত আড়াইটার দিকে মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাফাত উল্লাহকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবদুর রহিমের ছেলে।'
৬ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২৩ অক্টোবর উখিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নাইমুল হক।
গত ২২ অক্টোবর শুত্রুবার ভোরে উখিয়ার বালুখালীর ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়াহ নামের এক মাদরাসার ভেতরে প্রবেশ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। তারা গুলি করে ও কুপিয়ে মাদরাসার ৬ শিক্ষক-শিক্ষার্থীকে হত্যা করে। হামলায় গুরুতর আহত হয় আরও ৮ জন।