'শিশু' বক্তা রফিকুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ‘শিশু' বক্তা রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ‘শিশু' বক্তা রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার গাজীপুর মহানগরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত মঙ্গলবার রফিকুল ইসলাম মাদানীর সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়েছিল।
মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ গণমাধ্যমকে জানান, রফিকুল ইসলামের মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর গাজীপুর মহানগরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রকৌশল নিউজ/এমআর