সিনোফার্মার ৫ লাখ টিকা গ্রহণ করল বাংলাদেশ
চীন থেকে আসা সদ্য অনুমোদনপ্রাপ্ত সিনোফার্মার ৫ লাখ টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকা গ্রহণ করেন।
চীন থেকে আসা সদ্য অনুমোদনপ্রাপ্ত সিনোফার্মার ৫ লাখ টিকা গ্রহণ করেছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই টিকা গ্রহণ করেন।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং টিকাগুলো হস্তান্তর করেন।
টিকা হস্তান্তর শেষে লি জিমিং বলেন, ‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু। নিজ দেশে চাহিদা থাকার পরও বন্ধুদের পাশে থেকে চীন তার দায়িত্বশীলতা রক্ষা করছে।’
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চীন থেকে আরও টিকা পাবো বলে আশা করি। তারা আজ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। ডাবল ডোজ করে এই টিকা আড়াই লাখ মানুষকে দেয়া যাবে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর আমরা এই টিকা নিয়েছি। ৬০টির বেশি দেশে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এই টিকার।’
এর আগে বুধবার ভোরে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান এই টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে। চীনে উৎপাদিত সিনোফার্ম এর এই পাঁচ লাখ ডোজ টিকা চীনের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
চীন থেকে করোনাভাইরাস প্রতিরোধী এই টিকা আনতে মঙ্গলবার (১১ মে) বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার হাবিবুর রহমান দলনেতা হিসেবে এই মিশনের দায়িত্ব পালন করেন।
প্রকৌশল নিউজ/এমআর