৫০ বছর পর ফিরে এলো ৭১
১৯৭১ সালের ক্যালেন্ডারের প্রতিচ্ছবি দেখা যাবে ২০২১ সালের ইংরেজি ক্যালেন্ডারে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন-তারিখ-বছর নিয়ে চমক দেখা যায় এবং এই বিষয়গুলো ভাইরাল হয়। এসবের মধ্যে অনেক কিছুই বেশ কৌতূহল জাগায়। বছর শুরু ও শেষের বার তারিখ একই। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসছে বছরের দিনপঞ্জিতে। ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে। তেমনি এক বিরল পুনরাবৃত্তি ঘটেছে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে।

১৯৭১ সালের ক্যালেন্ডারের প্রতিচ্ছবি দেখা যাবে ২০২১ সালের ইংরেজি ক্যালেন্ডারে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিন-তারিখ-বছর নিয়ে চমক দেখা যায় এবং এই বিষয়গুলো ভাইরাল হয়। এসবের মধ্যে অনেক কিছুই বেশ কৌতূহল জাগায়। বছর শুরু ও শেষের বার তারিখ একই। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসছে বছরের দিনপঞ্জিতে। ইতিহাসের পুনরাবৃত্তির হাজারো উদহারণ আছে। তেমনি এক বিরল পুনরাবৃত্তি ঘটেছে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে।
সম্প্রতি ভাইরাল হওয়া ১৯৭১ সালের ক্যালেন্ডারে মজার বিষয় হচ্ছে ১৯৭১ সাল এবং ২০২১ সালের ক্যালেন্ডারের রয়েছে হুবহু মিল।
১৯৭১ সাল ঠিক যে দিনটিতে শুরু ও শেষ হয়েছিল ২০২১ সালও ঠিক সে দিনটিতেই শুরু ও শেষ হচ্ছে। ২০২১ সালের বর্ষপঞ্জি ১৯৭১ সালের সাথে শুধু শুরু ও শেষের দিনটিই নয় বছরের সব কটি দিনই ১৯৭১ সালের সাথে মিল রয়েছে। ১৯৭১ সালের ১ জানুয়ারি ছিল শুক্রবার। চলতি বছরের প্রথম দিনও শুক্রবার। এমনকি দুটি বছরের শেষ দিনও পড়েছে শুক্রবারের ঘরে।
১৯৭১ ছাড়াও আরো ১১ বছরের ক্যালেন্ডারের সঙ্গে ২০২১ সালের মিল রয়েছে। এগুলো হলো- ১৯০৯, ১৯১৫, ১৯২৬, ১৯৩৭, ১৯৪৩, ১৯৫৪, ১৯৬৫, ১৯৮২, ১৯৯৩, ১৯৯৯ ও ২০১০ সাল। এমনকি ২০২৭ সালেও একই ক্যালেন্ডারের দেখা মিলবে।
তবে ২০২১ সালের ক্যালেন্ডারের সঙ্গে ১৯৭১ সালের ক্যালেন্ডারের মিলে যাওয়ার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্ণ হবে। তাই আমরা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ন জয়ন্তীতে ১৯৭১ সালের বিশেষ দিনগুলোকে একই দিনে উদযাপন করতে পারবো। যেমন, ১৯৭১ সালের ১ মার্চ, ৭ মার্চ, ২৫ মার্চ, ২৬ মার্চ, ১৭ এপ্রিল, ২১ নভেম্বর, ১ ডিসেম্বর, ৬ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এবং আরো অন্যান্য সব দিনগুলো একই বারে পড়বে।
বাংলাদেশের সবার জন্য স্বাধীনতার ৫০ বছরটি আনন্দের ও মহত্ত্বের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ফিরে গেল তার জন্মবর্ষে। এ এক মধুর কাকতালীয় ঘটনা।