আফগানিস্তানে প্রশিক্ষণ নেয়া সন্ত্রাসীদের মূলোৎপাটন করেছি : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'গত কয়েক বছরে যেসব সন্ত্রাসী আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে এসেছিল, আমরা তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করেছি। আমরা সেই খপ্পরে আর পড়তে চাই না।'
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, 'গত কয়েক বছরে যেসব সন্ত্রাসী আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়ে এসেছিল, আমরা তাদের চিহ্নিত করে মূলোৎপাটন করেছি। আমরা সেই খপ্পরে আর পড়তে চাই না।'
মঙ্গলবার রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পর আব্দুল মোমেন এসব কথা বলেন।
আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর জঙ্গিবাদের উত্থানের ভীতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, 'সেই ভীতিটা আছে। আমরা দেশবাসীকে বলি, ভুল পথে যাবেন না। তাতে নিজেদের পরিণতি খারাপ হবে। আপনার পরিবারের পরিণতি খারাপ হবে। আপনি সন্ত্রাসী হলে আপনার পাড়াপ্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ধ্বংস হবে। আমরা নিশ্চয়ই সতর্ক থাকব।'
আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে গত সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, বাংলাদেশ নিবিড়ভাবে আফগানিস্তানের দ্রুত পরিবর্তন হতে থাকা পরিস্থিতির ওপর নজর রাখছে, যা এ অঞ্চল ও তার বাইরে প্রভাব ফেলতে পারে। আফগানিস্তানের সব পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিদেশিদের নিরাপত্তা নিশ্চিতের কথা বলেছে বাংলাদেশ।
আফগানিস্তানের মার্কিনপন্থী কিছু নাগরিককে বাংলাদেশে সাময়িক আশ্রয় দিতে ঢাকাকে অনুরোধ জানিয়েছিল ওয়াশিংটন। কিন্তু যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নাকচ করে দিয়েছে বাংলাদেশ।