উত্তরায় ২৩ জুয়ারী আটক
রাজধানীর উত্তরা এলাকায় জুয়া খেলার অভিযোগে ২৩ জনকে আটক করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ২৩টি মোবাইল ফোন, ৩১২ পিস জুয়া খেলার তাস (কার্ড) ও নগদ এক লাখ ৩৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয় বলে দাবি বাহিনীটির।
রাজধানীর উত্তরা এলাকায় জুয়া খেলার অভিযোগে ২৩ জনকে আটক করেছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ২৩টি মোবাইল ফোন, ৩১২ পিস জুয়া খেলার তাস (কার্ড) ও নগদ এক লাখ ৩৩ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয় বলে দাবি বাহিনীটির।
বুধবার র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন- মো. মহিউদ্দিন, মো. মিনাজুর রহমান, মো. কামাল, মিজানুর রহমান, আলাউদ্দিন খান আলাল, সাদিকুল ইসলাম, আতিকুর রহমান, মাহাবুব আলম, জাহাঙ্গীর আলম, মো. দুলাল, রেজাউল করিম, হারিছ উদ্দিন, মো. রুহুল আমিন, হাবিব, মো. আলীনুর রহমান, মো. ইদ্রিস আলী, মো. রতন কাজী, মো. নয়ন আলী, মো. ইমরান, ওমর ফারুক, শাহীন আলম, মো. রাফে ও মো. কামরুল হাসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় র্যাব-১০ এর একটি দল উত্তরা পশ্চিম থানার তিন নম্বর সেক্টর এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালায়। অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
র্যাব-১০ জানায়, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা বেশ কিছুদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এছাড়াও জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস