ভারতে করোনায় ফের মৃত্যু ৩ হাজার ৪৪৯
করোনাভাইরাস সংক্রমণের কারণে বিপর্যস্ত ভারত। গেল কয়েকদিনে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও আগের দিনের তুলনায় মঙ্গলবার ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা।
করোনাভাইরাস সংক্রমণের কারণে বিপর্যস্ত ভারত। গেল কয়েকদিনে দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা কমতে শুরু করলেও আগের দিনের তুলনায় মঙ্গলবার ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা।
মঙ্গলবার (৪ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। যা সোমবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। তবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি।
প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের আশেপাশে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৪৯ জন। যা সোমবারের তুলনায় ৩২ জন বেশি। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে।
ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৩৩ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৪৭ হাজার।