এবার তৃণমূলের রাজনীতিতে নাম লেখালেন সায়ন্তিকা
ভারতীয় রাজনৈতিক দলগুলোতে তারকাদের যোগদান করানোর প্রতিযোগিতায় এরা একধাপ এগিয়ে গেলো তৃণমূল শিবির। বুধবার (৩ মার্চ) তাদের দলে যোগ দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।
ভারতীয় রাজনৈতিক দলগুলোতে তারকাদের যোগদান করানোর প্রতিযোগিতায় এরা একধাপ এগিয়ে গেলো তৃণমূল শিবির। বুধবার (৩ মার্চ) তাদের দলে যোগ দিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রীতিমতো 'তারকা যোগদান করানোর প্রতিযোগিতা' চলছে। এই পরিস্থিতিতে সায়ন্তিকার যোগদানে তৃণমূলের পাল্লা আরো ভারী হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকগণ।
অভিনেত্রী সায়ন্তিকা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস শিবিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও সরাসরি রাজনীতি করতেন না। তবে এবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রী।
তিনি বলেন, 'এই যে দায়িত্বটা আমায় দেওয়া হবে, আশীর্বাদ করুন, আমি যেন এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারি। দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) বিশ্বাসের মর্যাদা যাতে আমি রাখতে পারি। গত ১০ বছর ধরে দিদির সঙ্গে ছিলাম, দিদির পাশে আছি। আগামী দিনেও থাকব।'
তিনি আরও বলেন, 'এতদিন দিদির সঙ্গে ছিলাম। এবার দিদির পাশে থেকে দিদির হাত শক্ত করে এই লড়াইটা করব।'
প্রকৌশল নিউজ/এস