করোনায় আক্রান্ত শচীন টেন্ডুলকার
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর শনিবার টুইটারে নিজেই জানিয়েছেন সাবেক এই ব্যাটিং তারকা। তার শরীরে সামান্য কিছু উপসর্গ রয়েছে।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন। কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর শনিবার টুইটারে নিজেই জানিয়েছেন সাবেক এই ব্যাটিং তারকা। তার শরীরে সামান্য কিছু উপসর্গ রয়েছে।
তিনি টুইটারে লিখেছেন, ‘করোনাকে দূরে রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য আমি নিজের পরীক্ষা করিয়েছি এবং সেসব সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, তা পালন করছি। তবে অল্পকিছু লক্ষণ দেখা দেওয়ার পর আজ আমি পজিটিভ হয়েছি। পরিবারের অন্যান্য সবার ফল নেগেটিভ এসেছে।’
বিশ্বের সাবেক তারকা ক্রিকেটাররা কিছুদিন আগে ভারতের মাটিতে একটি টি-টুয়েন্টি আসরে অংশ নেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শচীনের দল। তার কিছুদিন পরই আক্রান্ত হলেন তিনি। শচীন এমন সময় করোনা পজিটিভ হলেন যখন সারাবিশ্বে নতুন করে শনাক্তের হার বাড়ছে।