বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বগুড়ার শেরপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত; আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
বাসচালক শেরপুর পৌর এলাকার গোসাইপাড়া এলাকার মৃত মনিদ্রনাথের ছেলে বাবলু সাহা বাঘা (৫৫), ট্রাকচালক খুলনার সাদ্দাম হোসেন (৫০), যাত্রী শেরপুর উপজেলার ধনকুন্ডি গ্রামের রজব আলীর ছেলে ইদ্রিস আলী (৪৮), মুন্সিগঞ্জের বিক্রমপুরের মৃত মিঠু শেখের ছেলে আকতার হোসেন (৫৫), বগুড়া শহরের নিশিন্দারা শাহ পাড়া এলাকার ইয়াছিন আলী (৬৫) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৬০) বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন।
রোববার সকাল ৬টার দিকে পৌর শহরের কলেজ রোড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে বগুড়া যাচ্ছিল। আর পাথরবোঝাই ট্রাকটি আসছিল বিপরীত দিক থেকে।
“কলেজ রোডে দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে বাসের চালক-হেলপার ও ট্রাকের চালকসহ মোট ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।”