ঘূর্ণিঝড় 'ইয়াসে' সাতক্ষীরার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে সিনিয়র সচিব
ঘূর্ণিঝড় 'ইয়াসে' সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং আশাশুনি উপজেলার বুড়িগোয়ালিনী পদ্মপুকুর এবং প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা রোববার পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
ঘূর্ণিঝড় 'ইয়াসে' সাতক্ষীরা জেলার শ্যামনগর এবং আশাশুনি উপজেলার বুড়িগোয়ালিনী পদ্মপুকুর এবং প্রতাপনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা রোববার পরিদর্শন করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
প্রসঙ্গত, পূর্ণিমার দরুন সৃষ্ট উঁচু জোয়ার এবং ঝড়ের কারণে এখানে প্রায় অর্ধেক স্থানে বাঁধ উপচে পানি প্রবেশ করে। বিদ্যমান বাঁধের মোট ২২ টি স্থানে ব্রীচ হয়েছে যারমধ্যে ১৭ টি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। বাকীগুলো মেরামতে কাজ অব্যাহত আছে।
পরিদর্শনশেষ সিনিয়র সচিব কবির বিন আনোয়ার জানান, 'গত ৭২ ঘন্টায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত কাজ সন্তোষজনক। তবে আম্ফানে ক্ষতিগ্রস্ত মেরামতকৃত বাঁধ অক্ষত রয়েছে। বাঁধের যেখানে ম্যানগ্রোভ রয়েছে সেখানে কোন ক্ষতি হয়নি। তাই বাঁধে Nature Based solution কে আগামীতে প্রাধান্য দেয়া হবে। '
উল্লেখ্য, এসময় ত্রাণ পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। পরিদর্শনকালে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, প্রধান প্রকৌশলী মো: রফিকুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার আবুজর গিফারী, নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রকৌশল নিউজ/এমআরএস