এবার কৃষ্ণসাগর ও ক্রিমিয়া উপদ্বীপের বিমান চলাচল নিয়ন্ত্রণ রাশিয়ার
রাশিয়া কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে । ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে তখন রাশিয়া এই ব্যবস্থা নিল।
 
                                কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে রাশিয়া। ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে তখন রাশিয়া এই ব্যবস্থা নিল।
বিভিন্ন দেশের পাইলটদের উদ্দেশে জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, সাময়িকভাবে এই এলাকাকে বিমানের ফ্লাইটের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এই খবর দিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় বিমানের ফ্লাইটের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ঘটনাকে সবগুলো স্বাভাবিক ব্যাপার বলে মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বে এমন চর্চা স্বাভাবিক বিষয়। তবে রাশিয়ার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়ায় যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। দনবাস এলাকা নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মারাত্মক উত্তেজনা চলছে।
এর আগে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বিদেশি সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। চলতি মাসের মাঝামাঝি থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
 
                         imrat24@gmail.com
                                    imrat24@gmail.com                                 
                 
                 
                 
                 
                 
                 
                 
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
             
            
            
 
            
             
            
             
            
             
            
             
            
             
            
                                        
                                     
            
             
            
             
            
             
            
            