ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ-পদবী অবনমনের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী পদবী লেখার বৈধতা এবং উপ-সহকারী প্রকৌশলী পদবী পরিবর্তন করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।
ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী পদবী লেখার বৈধতা এবং উপ-সহকারী প্রকৌশলী পদবী পরিবর্তন করার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা।
ঢাকায় শিক্ষা ভবনে রবিবার আইইবি’র নির্বাহী কমিটির ৭২৩ তম সভার আলোচনার পর বিক্ষোভ মিছিল করেন। এসময় শিক্ষা ভবনে ইইডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৫০ বছরেও বেশি সময় ধরে সরকারি সিদ্ধান্তে ডিপ্লোমা প্রকৌশলীগণ কর্মক্ষেত্রে উপ-সহকারী প্রকৌশলী পদবী পেয়ে আসছে। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের সনদায়নের প্রেক্ষিতে নামের পূর্বে প্রকৌশলী লেখে থাকেন। হঠাৎ করে কেন আইইবি বিষয়কে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, তা জাতির নিকট পরিষ্কার নয়। এ ধরনের অপকৌশল দেশের পুরো প্রকৌশল কর্ম পরিবেশকে উত্তপ্ত করবে। যা প্রধানমন্ত্রীর চলমান উন্নয়ন অগ্রযাত্রা ও ভিশন-২০৪১ বাস্তবায়নে মারাত্মক প্রভাব ফেলবে। তারা সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশের স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য সকল হীন ষড়যন্ত্রের বেড়াজাল থেকে বেরিয়ে আসার জন্য আইইবি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন সহ-সভাপতি কামরুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক জাফর আলী সিকদার, যুগ্ম-সম্পাদক গোলাম সাকলাইন, সাংগঠনিক সম্পাদক রশিদ চন্দ্র সেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম প্রমুখ।
শিক্ষা ভবনের প্রতিবাদ সমাবেশ শেষে সদস্য প্রকৌশলীগণ মিছিল সহকারে কাকরাইলস্থ আইডিইবি ভবনে উপস্থিত হয়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।