তিন আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ কেন্দ্রীয় ব্যাংকের 

উচ্চ সুদে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের তিন প্রতিষ্ঠানকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানি তিনটি হচ্ছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

তিন আর্থিক প্রতিষ্ঠানকে শোকজ কেন্দ্রীয় ব্যাংকের 

উচ্চ সুদে আমানত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের তিন প্রতিষ্ঠানকে শোকজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কোম্পানি তিনটি হচ্ছে- লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

রোববার এসব প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পৃথক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব চাওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ‘কুইক সঞ্চয়’ নামে একটি আমানত সংগ্রহ প্রকল্প রয়েছে, যার স্লোগানটি হচ্ছে ‘৫৪ মাসে মুনাফা তিন গুণ, আনন্দ বহুগুণ’। প্রাইম ফাইন্যান্সের রয়েছে ‘সঞ্চয় প্লাস’ নামের একটি আমানত সংগ্রহ প্রকল্প। এতে প্রতি মাসে প্রতি লাখে ১ হাজার ২২ টাকা সুদ বা মুনাফা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। আর ফার্স্ট ফাইন্যান্সও মানুষের মুঠোফোনে একই উদ্দেশে খুদে বার্তা দিয়ে আসছে। অথচ এ কাজ না করার জন্য ২০১৮ সালের ২৬ জুন বাংলাদেশ ব্যাংক একটি নির্দেশনা দিয়েছিল। ওই নির্দেশনা লঙ্ঘনের দায়ে কেন কোম্পানিগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে নোটিশে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফার্স্ট ফাইন্যান্স উচ্চ সুদে আমানত সংগ্রহের খুদে বার্তা গ্রাহকদের মোবাইলে পাঠাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপন্থী। একারণে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর জবাব দিতে সময় দেয়া হয়েছে সাত কার্যদিবস। তাদের জবাবের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।