ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের ৩ বছরের কারাদণ্ড
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজিকে দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
সোমবার এই রায় ঘোষণা করা হয়। এছাড়া তার সাবেক দুই আইনজীবীকেও আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের সংবাদে জানিয়েছে।
তবে কারাগারে না গিয়েও সাবেক প্রেসিডেন্ট বাড়িতে থেকেই এই দণ্ড ভোগ করতে পারবেন। সেক্ষেত্রে শরীরে একটি ইলেক্ট্রিক ট্যাগ পরতে হবে সারকোজিকে।
তবে সারকোজি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা বলেছেন ।
সারকোজির বিরুদ্ধে অভিযোগ তিনি ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্টকে ঘুষ দিতে চেয়েছিলেন। আর এই ঘুষ তিনি দিতে চেয়েছিলেন তার রাজনৈতিক দলের অপরাধের তদন্ত চলাকালে তথ্যের জন্য। ঘুষ হিসেবে ম্যাজিস্ট্রেটকে একটি মর্যাদাপূর্ণ চাকরির ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন সারকোজি।
এই অপরাধ প্রমাণিত হওয়ায় সারকোজিকে তিন বছরের সাজা দিয়েছে আদালত।
প্রকৌশল নিউজ/এমআর