সোয়ারীঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বিআইডাব্লিটিএ

সোয়ারীঘাটের অবৈধ স্থাপনা উচ্ছেদ: বিআইডাব্লিটিএ

সোয়ারীঘাটে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিটিএ)। এক্সাভেটর দিয়ে একের পর এক গুড়িয়ে দেয়া হচ্ছে অসংখ্য অবৈধ স্থাপনা। যা বুড়িগঙ্গা পাড়ের সোয়ারীঘাট এলাকার বেরিবাধের উত্তর পাশে নদীর জায়গা দখল করে গড়ে তুলেছিলো অবৈধ দখলদাররা। সীমানা থেকে কোথাও ২০ ফুট আবার কোথাও ৫০ ফুট পর্যন্ত দখলে নিয়েছে দখলদাররা। বেশিরবাগ স্থাপনাই একতলা টিনের ঘর। অবৈধ স্থাপনা ছিল ১৬৫ টি, যার আয়তন ২ একর । এর মধ্যে হাজী সেলিমের চান সরদার কোল্ড স্টোরেজ ও মদীনা ট্যাংকের গোডাউন গড়ে তোলা হয়েছে নদীর জায়গায়। 
 
এসময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের মালিকানাধীন চান সরদার কোল্ড স্টোরেজের সামনে অবৈধভাবে দখল করা স্থাপনাও গুড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ। যদিও হাজী সেলিমের লোকজন সেসময় নিজেরাই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে তৎপর হয়ে ওঠে। অনেকই সরিয়ে নেয় আসবাবপত্র। বাঁধার মুখে সোয়ারীঘাট মৎস্য শ্রমিক ইউনিয়নের অফিস ভেঙ্গে দেয় কর্তৃপক্ষ। গুড়িয়ে দেয়া হয় সোয়ারীঘাট মাছের আড়তের বেশকিছু অংশ। ভুক্তভুগিরা বলেন, এসব তাদের কেনা সম্পত্তি। 

বিআইডব্লিউটিএ জানায়, উচ্ছেদের সময় দখলদারের পরিচয় কখনই গুরুত্বপূর্ণ নয়। নদী দখলমুক্ত রাখতে এখন থেকে বিআইডব্লিউটিএ নিয়মিত উচ্ছেদ অভিযান চালাবে বলেও জানায় তারা। উচ্ছেদ অভিযানের পর এসব এলাকায় স্থায়ী সীমানা পিলার ও নদী তীর রক্ষার জন্য পরিবেশবান্ধব ইকোপার্ক করার কথা রয়েছে।