বিমানে আসা ১৮টি ব্রাহমা জাতের গরু জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ব্রাহমা জাতের ১৮টি  গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

বিমানে আসা ১৮টি ব্রাহমা জাতের গরু জব্দ

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা ব্রাহমা জাতের ১৮টি  গরু জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ আবদুস সাদেক এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার বেলা আড়াইটার দিকে আমেরিকার  টেক্সসাস থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি  বিশেষ কার্গোফ্লাইটে করে গরুগুলো শাহজালাল বিমানবন্দরে এসে পৌছে। পরবর্তীতে খবর পেয়ে ঢাকা কাস্টমস হাউজ কর্মকর্তারা বিমানবন্দর থেকে গরুগুলো নামার পর সেগুলো মালিক বিহীন অবস্থায় জব্দ করে।

মোহাম্মদ আবদুস সাদেক জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানির অনুমতি না থাকা এবং গরুর আমদানিকারককে না পাওয়ায় এগুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত প্রতিটি গরুর বাজার  মূল্য ১২ থেকে ১৫ লাখ টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা কাস্টমস হাউজ সূত্র জানিয়েছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী এই গরুগুলোর আমদানিকারক হিসেবে মোহাম্মদপুরের সাদেক অ্যাগ্রোর নাম লেখা রয়েছে। বিমানবন্দরে জব্দকৃত বিদেশী গরুগুলোকে কেউ নিতে আসেনি।

সূত্র জানায়, ঢাকা কাস্টমস হাউজ হেফাজতে গরু রাখার ব্যবস্থা না থাকায় প্রাণিসম্পদ অধিদফতরের জিম্মায় সেগুলো রাখা হয়েছে। তারা মঙ্গলবার এই গরুগুলোকে সাভার ডেইরি ফার্মে হস্তান্তর করেন।

গরুগুলোর দাবিদার না পাওয়া গেলে নির্ধারিত সময় পর নিলামে বিক্রি করা হবে বলে জানান ঢাকা কাস্টমস হাউজের এই কর্মকর্তা।

প্রকৌশল নিউজ/এমআরএস