মুশতাকের মৃত্যু: শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো।

মুশতাকের মৃত্যু: শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের পর কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রসংগঠন গুলো।

শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে এ আন্দোলন শুরু হয়। যা দুপুর পর্যন্ত চলতে থাকে।

এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ থেকে সাইন্সল্যাবের রাস্তা পুরো বন্ধ হয়ে যায়। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাশ দিয়ে যানবাহন চলেছে।

প্রগতিশীল ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে শেষ করে। পরে তারা শাহবাগ মোড়েই অবস্থান কর্মসূচি নেয়।

বিক্ষোভ মিছিলে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল, পাহাড়ি ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স বলেন, ‘কারাগারে লেখক মুশতাককে হত্যার প্রতিবাদে শাহবাগে আমরা দুপুর পর্যন্ত আন্দোলন চালাব। আবার বিকেলেও শাহবাগে কর্মসূচি থাকবে। সেই সঙ্গে আগামীকাল আরো বড় ধরনের কর্মসূচি থাকবে।’