মুসা ম্যানশনে আগুন: গ্রেপ্তার দুই

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকান্ডের মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মুসা ম্যানশনে আগুন: গ্রেপ্তার দুই

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনে অগ্নিকান্ডের মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- মামলার দুই নম্বর আসামি মোস্তাফিজুর রহমান ও তিন নম্বর আসামি মোহাম্মদ মোস্তফা। ঢাকা ও বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের অগ্নিকান্ডের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা অগ্নিকান্ডের ঘটনায় করা বংশাল থানা মামলার এজাহারভূক্ত আসামি।

গত শুক্রবার রাত সোয়া ৩টার দিকে হাজি মুসা ম্যানশন ভবনের নিচতলায় আগুন লাগে। সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় ছয় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস