রাষ্ট্রীয় সম্মানে সমাহিত হলেন মহসীন
মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসীনকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এসএম মহসীনকে রাষ্ট্রীয় সম্মানে সমাহিত করা হয়েছে।
রোববার দুপুর পৌনে তিনটায় জানাজা ও তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বেলা ৪টার দিকে নগরীর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের প্রাক্তন সাধারণ সম্পাদক এস এ হক অলিক।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষরক্ষা হয়নি। রোববার সকাল সাড়ে ৯টায় নগরীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এস এম মহসীন মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। প্রায় চার দশকের বেশি সময় অভিনয় করেছেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন এসএম মহসীন।
প্রকৌশল নিউজ/এমএস