হেফাজত কাণ্ডে সিরাজদিখানে ১৪৪ ধারা জারি
হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে বলে নিদের্শনা দেওয়া হয়েছে।
হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে বলে নিদের্শনা দেওয়া হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম বুধবার এই আদেশ জারি করেন।
এবিষয়ে গণ্যমাধ্যমকে তিনি জানান, বৃহস্পতিবার হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া কোভিড-১৯-এর বিস্তার লাভ করারও সম্ভাবনা রয়েছে। তাই জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
আদেশে বলা হয়, কুচিয়ামোড়া কলেজ মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, ইকবাল সুপার মার্কেট সংলগ্ন এলাকা, আওলাদ সুপার মার্কেটে ও আশপাশের ২’শ গজ এলাকায় এই আদেশ জারি থাকবে।
১৪৪ ধারা জারি থাকার সময় কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, কুচিয়ামোড়া বাজার, ইসলামপুর কবরস্থান মাঠ, নিমতলা বাজার আওলাদ মার্কেট এলাকায় প্রবেশ, সভা-সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ মিছিল, লাঠিসোটা ইত্যাদি বহন এবং লাউড স্পিকার বা মাইকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রকৌশল নিউজ/শা