পলাশবাড়ীতে পালিত হয়নি আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস, বিভিন্ন মহলে ক্ষোভ
বর্ণাঢ্য আয়োজনে ১৩ অক্টোবর দেশব্যাপী আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস পালিত হলেও ছাত্র-জনতার অভ্যত্থানের পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে চোখে পড়েনি কোন আনুষ্ঠানিকতা, এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বর্ণাঢ্য আয়োজনে ১৩ অক্টোবর দেশব্যাপী আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস পালিত হলেও ছাত্র-জনতার অভ্যত্থানের পর গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে চোখে পড়েনি কোন আনুষ্ঠানিকতা, এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষের নজরে এলে ক্ষোভ-অসন্তোস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা স্টাটাস ও কমেন্ট করেন তারা।
পরবর্তীতে উপজেলা প্রশাসেনর পক্ষ থেকে দিবসটি পালিত হয়েছে দাবি করে দুটি ছবি পোস্ট করা হয়। সেখানেও মেলে অসামজস্যতা- অস্পষ্টতা। প্রদর্শিত আলোচনা সভা ও র্যালীর লেখা ব্যানারে তারিখ নেই। ফলে এটি ফেক বলে মনে করছেন সমালোচকরা।
এ ব্যাপারে প্রেসক্লাবসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, দিবসটি পালন উপলক্ষ্যে প্রতি বছর তাদের বরাবরে চিঠি ইস্যু করা হলেও এবার তা করা হয়নি।
পলাশবাড়ী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার জানান, সংশ্লিষ্ট কতৃপক্ষ দিবসটি পালন না করে ছাত্র-জনতার অভ্যত্থানের এ সরকারকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করছে।
প্রেসক্লাবের অপর উপদেষ্টা ফেরদাউছ মিয়া বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ দায় এড়াতে পারেন না। তিনি প্রশ্ন রাখেন,ওই কর্মকর্তা কোটায় নিয়োগ কিনা দেখা দরকার।
এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা নাহিদুজ্জামান নাহিদ বলেন, ১৩ অক্টোবর দেশব্যাপী আন্তর্জাতিক দূর্যোগ প্রশোমন দিবস হলেও দুইদিন আগে ৯ অক্টোবর দিবসটি পালন করা হয়েছে।