শ্বশুরের সিগারেট চুরি করা শ্রীলেখার ধূমপান ছাড়ার পণ
নবম-দশম শ্রেণিতে সিগারেটের সঙ্গে পরিচিত হন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। অনেক বছর ধরে নেশা করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের এই বদনেশাকে এবার বিদায় জানানোর সময় এসেছে বলেই ঘোষণা অভিনেত্রীর। ফুলশয্যার রাতে শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকেছিলেন সিগারেট চুরি করতে! অগত্যা বাধ্য হয়েই প্রিয় এই নেশাকে ‘টাটা বাই বাই’ বলতে হচ্ছে তাঁকে।
নবম-দশম শ্রেণিতে সিগারেটের সঙ্গে পরিচিত হন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। অনেক বছর ধরে নেশা করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়ছেন তিনি। দীর্ঘদিনের এই বদনেশাকে এবার বিদায় জানানোর সময় এসেছে বলেই ঘোষণা অভিনেত্রীর। ফুলশয্যার রাতে শ্বশুরমশাইয়ের ঘরে ঢুকেছিলেন সিগারেট চুরি করতে! অগত্যা বাধ্য হয়েই প্রিয় এই নেশাকে ‘টাটা বাই বাই’ বলতে হচ্ছে তাঁকে।
সিগারেট ছাড়ার কারণ সম্পর্কে ভারতের গণমাধ্যমে শ্রীলেখা বলেন, কথা বলতে কষ্ট হচ্ছে। গলায় সারাক্ষণ অস্বস্তি এমনকি দম নিতেও কষ্ট হচ্ছে তাঁর। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব। ফুসফুসে যেন বাতাসের অভাব! তাই এবার তিনি থামতে চাইছেন। এর কারণও আছে অবশ্য। চিকিৎসকের কাছে গেলে আগে ধূমপান ছাড়ার পরামর্শই দেওয়া হবে। তাই নিজে আগেই সেই কাজটা করতে চান অভিনেত্রী।
বুধবার সকালে ফেসবুকে পোস্ট দিয়ে শ্রীলেখা নিজের পণের কথা জানান।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সিগারেট ছাড়তে চাই, কলেজের প্রথম দিকে শুরু হওয়া আমার একটা বাজে অভ্যাস (না সিনেমায় এসে সিগারেট ধরিনি)। বাবার কাছে বকুনির সাথে এক দুবার মারও খেয়েছি (মোগ্যাম্বো বাবা ছিল তখন)। সেই বাবা আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করে খেয়েছিল। এরমি সম্পর্ক ছিল আমাদের।’ আমি সত্যি ধূমপান ছেড়ে দিতে চাই। এবার সত্যি ছাড়ব, ছাড়বই।
প্রকৌশলনিউজ/সু