অষ্টম-নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুদিন

মহামারী করোনার প্রকোপ কমে আসায় ইতোমধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল-কলেজ গত সপ্তাহে খুলে দেওয়ায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এক সপ্তাহ ক্লাস চলার পর অষ্টম ও নবম শ্রেণির ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে। আগে সপ্তাহে একদিন খোলা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুই দিন ক্লাস হবে।

অষ্টম-নবম শ্রেণির ক্লাস হবে সপ্তাহে দুদিন

মহামারী করোনার প্রকোপ কমে আসায় ইতোমধ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুল-কলেজ গত সপ্তাহে খুলে দেওয়ায় প্রাণ ফিরে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। এক সপ্তাহ ক্লাস চলার পর অষ্টম ও নবম শ্রেণির ক্লাস নিয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে। আগে সপ্তাহে একদিন খোলা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে দুই দিন ক্লাস হবে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ কথা জানিয়েছে।  অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অষ্টম শ্রেণির ক্লাস হবে প্রতি রোববার ও বৃহস্পতিবার। আর শনিবার ও বুধবার হবে নবম শ্রেণির ক্লাস।

এছাড়া আগের মতোই মঙ্গলবার ষষ্ঠ শ্রেণি ও সোমবার সপ্তম শ্রেণির ক্লাস হবে। এ বছর এবং আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের ক্লাস প্রতিদিন নেয়া হবে বলেও নির্দেশনায় জানানো হয়েছে।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে মাধ্যমিক স্তরের সকল সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম নতুন সূচি অনুযায়ী পরিচালনার জন্য আদেশে জানানো হয়।

প্রকৌশলনিউজ/সু