অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ১৭ জন

২০২১/২২ মৌসুমের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (এসিএ) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। গত মৌসুমে ২০ সদস্যের তালিকা প্রকাশ করলেও এবারের তালিকায় রাখা হয়েছে ১৭ জনকে।
ভারতের বিপক্ষে চার টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন গ্রিন। অভিষেক সিরিজেই ২৩৬ রান করেন তিনি। শেফিল্ড শিল্ডেও রান পেয়েছেন গ্রিন। ৩ সেঞ্চুরিতে ৭৬.৮৩ গড়ে করেন ৯২২ রান।
গ্রিনকে চুক্তিতে রাখার ব্যাপারে এসিএ’র নির্বাচক ট্রেভর হনস বলেন, ‘আমরা বিশ্বাস করি, ক্যামেরুন আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।’
আগামী ১২ মাসের চুক্তিতে গ্রিন থাকলেও তালিকায় নেই জো বার্নস, মিচেল মার্শ, ট্রাভিস হেড, মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তির তালিকা: অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশানে, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
প্রকৌশল নিউজ/এমএস