কুড়িয়ে পাওয়া টাকা মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বাসের মধ্যে পরিত্যক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার সকাল সোয়া ১০টায় মোহাম্মদপুরের বসিলায় স্থাপিত চেক পোস্টে গাড়ী তল্লাশীকালে স্বাধীন পরিবহনের একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ২১ হাজার টাকা উদ্ধার করেন ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মাদপুর ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা।
উক্ত টাকা ট্রাফিক পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মোহাম্মদপুর থানা পুলিশের নিকট হস্থান্তর করে।
এঘটনার পর ডিএমপি নিউজ পোর্টালে “কুড়িয়ে পাওয়া টাকার প্রকৃত মালিককে খুঁজছে পুলিশ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
উক্ত টাকার মালিক দাবীদার মোঃ আবু রায়হান (২৭) পিতা-হারুন অর রশিদ, গ্রাম-জাপারকান্দা, থানা ও জেলা-ময়মনসিংহ বর্তমান ঠিকানা রামপুরা (ওমর আলী লেন), হাতিরঝিল, ঢাকা মোহাম্মদপুর থানায় যোগাযোগ করেন।
তার দাবীর প্রেক্ষিতে মোহাম্মদপুর থানা পুলিশ যথাযথ প্রক্রিয়ায় যাচাইবাছাই শেষে উক্ত টাকা জিডি মূলে আবু রায়হানকে প্রদান করেন।
প্রকৌশল নিউজ/এমআরএস