চলতি বছরই চলবে মেট্রোরেল

রাজধানীর মানুষের বহুদিনের প্রতিক্ষিত মেট্রোরেল চলতি বছরে মহান বিজয় দিবসে চালুর আশা দেখছেন সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনার সাথে একমত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান,  আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেলচলবে

চলতি বছরই চলবে  মেট্রোরেল
ফাইল ছবি

রাজধানীর মানুষের বহুদিনের প্রতিক্ষিত মেট্রোরেল চলতি বছরে মহান বিজয় দিবসে চালুর আশা দেখছেন সংশ্লিষ্টরা। সেই পরিকল্পনার সাথে একমত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানান, আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলবে।

বুধবার নগরীর উত্তরা মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে মেট্রোরেল চলবে।

তিনি বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো।