জাসদের কাজী আরেফ হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির পাঁচজন নেতা কর্মীকে হত্যার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জাসদের কাজী আরেফ হত্যার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ দলটির পাঁচজন নেতা কর্মীকে হত্যার ঘটনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রওশন ওরফে আলী ওরফে উদয় মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব সদরদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের পর থেকেই রওশন পালিয়ে ছিলেন। তবে অভিযান অব্যাহত থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুরে কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি সভা চলার সময় ব্রাশ ফায়ারে জাসদ নেতা কাজী আরেফ আহমেদসহ পাঁচ জন নিহত হন।

ওই হত্যাকাণ্ডের পাঁচ বছর পর, ২০০৪ সালের ৩০ অগাস্ট ১০ জনের ফাঁসি এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন কুষ্টিয়া জেলা জজ।

তবে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে, ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট নয়জনের ফাঁসির আদেশ বহাল রাখেন, একজনকে খালাস দেন ও ১২ জনের সাজা মওকুফ করেন।

প্রকৌশল নিউজ/এমআরএস