টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

মহামারি করোনাভাইরাসের ছোবল এবার কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরের দেহে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত আলমগীর

মহামারি করোনাভাইরাসের ছোবল এবার কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরের দেহে। করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

আলমগীরের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লা। তিনি বলেছেন, ‘উনি (আলমগীর) করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা সবাই খুবই ভালো এবং আন্তরিক। আলমগীর সাহেবের মধ্যে ভালো স্পিরিট আছে। বেশ ভালো আছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য দোয়া চাইছি।’
 
এদিকে আলমগীরের মেয়ে সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর জানান, তার বাবার শরীরে গত ১৭ এপ্রিল করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। আঁখি বলেন, বর্তমানে তিনি বেশ ভালো আছেন। সবার কাছে দোয়া চাই বাবার জন্য।

জানা গেছে, গত ১৪ এপ্রিল রুনা লায়লা ও আলমগীর একসঙ্গে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। কিন্তু টিকা নেয়ার তিন দিন পরই করোনায় আক্রান্ত হলেন আলমগীর।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল রাতেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কিংবদন্তি নায়িকা কবরী। এরপর মারা যান চিত্রনায়ক ওয়াসিম এবং গুণী অভিনেতা এস এম মহসিন।

প্রকৌশল নিউজ/এমএস