ফুলবাড়ীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে আমিনা খাতুন(৩০) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর ফকিরটারী গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বামীর সাথে অভিমান করে আমিনা খাতুন(৩০) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। সে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের বোয়ালভীর ফকিরটারী গ্রামের সফিকুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে ওই গৃহবধুকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই সন্তানের জননী আমিনা খাতুনের স্বামী সফিকুল কুমিল্লায় কাজ করেন। সোমবার রাতে মুঠোফোনে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। অভিমানে মঙ্গলবার সকালে সে বিষপান করে। এতে অসুস্থ্য হয়ে পড়লে সফিকুলের ভগ্নিপতি সাইদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তিনি মারা যান।
এ প্রসঙ্গে নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ চন্দ্র মন্ডল এর সত্যতা নিশ্চিত করেন।