মাহমুদউল্লাহর বিদায়ী টেস্টে বাংলাদেশের বিশাল জয়
হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশ জিতেছে ২২০ রানের ব্যবধানে।
বাংলাদেশের জয়ের মঞ্চটা বলতে গেলে প্রস্তুত হয়েছিল চতুর্থ দিনের শেষ সেশনে। পঞ্চম দিনে সেখানে যোগ হলো বাড়তি একটি উপলক্ষ—মাহমুদউল্লাহর বিদায়। দিন শুরু হয়েছিল তাঁকে সতীর্থদের দেওয়া গার্ড অব অনারে। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তাতেই নিশ্চিত হয়ে গেল, প্রায় দেড় বছর পর ফিরে এক ম্যাচ খেলেই শেষ হয়ে যাচ্ছে মাহমুদউল্লাহর টেস্ট ক্যারিয়ার।
শুরুতে সাফল্য পেতে একটু দেরি হলেও তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ক্ষেত্র তৈরি করেছেন বড় জয়ের, দুজনই নিয়েছেন ৪টি করে উইকেট। মাহমুদউল্লাহকেও তাই সতীর্থরা দিতে পেরেছে বিদায়ী উপহার। হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে গুটিয়ে যাওয়ায় বাংলাদেশ জিতেছে ২২০ রানের ব্যবধানে।
সকালে আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা ডোনাল্ড তিরিপানো ও ডিওন মায়ার্সের জুটি হতাশ করছিল বাংলাদেশকে। পঞ্চম দিনের শুরুতে দুই প্রান্তেই স্পিনার এনেছিলেন অধিনায়ক মুমিনুল হক। মেহেদী মিরাজের সঙ্গে বোলিং আক্রমণে এসেছিলেন সাকিব আল হাসান। তবে প্রথম ব্রেক থ্রু পেতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে।
হারারে টেস্টের পঞ্চম দিনে চা বিরতির পর পর্যন্ত দক্ষিণ রোডেশিয়ারা ম্যাচ টেনে নিতে পারলেও সাকিব, মিরাজ, তাসকিন মিলে মাহামুদুল্লাহার বিদায়ী ম্যাচে যা দেখালেন তা সত্যি অসাধারণ।