‘বালু ও মরিচ বল’ হামলার প্রস্তুতি!

পুলিশি হামলা ঠেকাতে প্রস্তুতি হিসেবে কাগজের ঠোঙায় বালু ও মরিচ বল রাখার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কয়েকজন সমর্থকে আটক করেছে পুলিশ।

‘বালু ও মরিচ বল’ হামলার প্রস্তুতি!

পুলিশি হামলা ঠেকাতে প্রস্তুতি হিসেবে কাগজের ঠোঙায় বালু ও মরিচ বল রাখার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের কয়েকজন সমর্থকে আটক করেছে পুলিশ।

শনিবার প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের প্রতিবাদ কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান এ তথ্য জানান। নাম প্রকাশে অনিচ্ছুক ভিপি নুরের কয়েকজন সমর্থক জানান, অনুষ্ঠান ঘিরে তাদের ওপরে হামলা আশংকায় প্রস্তুতি হিসেবে মুড়ির ঠোঙায় বালু ভর্তি করা হয়।

পরে ওই একই অভিযোগে ৫ থেকে ৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে সন্দেহ জনকভাবে কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের পর সম্পৃক্ততা না মিললে এবং তারা সাধারণ জনগণ হলে ছেড়ে দেওয়া হবে।’

এর আগে প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন— পরিষদের চেয়ারম্যান ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক, পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।