ইউটিউব ও ফেসবুক আইডি বুস্টিং করার কথা বলে প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুক আইডি বুস্টিং করার কথা বলে প্রতারণার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

ইউটিউব ও ফেসবুক আইডি বুস্টিং করার কথা বলে প্রতারণা

সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুক আইডি বুস্টিং করার কথা বলে প্রতারণার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

গ্রেপ্তারকৃতের নাম- পার্থ কুমার দাস ওরফে অ্যালেক্স রাজ (১৯)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২ টি মোবাইল ও তার ফেসবুক একাউন্ট (URL:https://www.facebook.com/rx.raj.520562) জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ১৯ মে মাহবুব হাসান নামক এক ব্যক্তি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে YouTube Subscriber (URL- https://www.facebook.com/groups/800956340101510 ) নামের একটি গ্রুপ দেখেন। সেখানে “Alex Raj” নামক ফেইসবুক আইডি হতে ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডি বুস্টিং করার বিজ্ঞাপন দেয়া আছে। পরবর্তীতে তিনি গ্রেফতারকৃত পার্থ কুমারের সাথে Messerger ও WhatsApp এ যোগাযোগ করলে ৩৬০০ টাকা বিকাশ করতে বলেন। পরে গ্রেপ্তারকৃতের কথামতো মাহবুব হাসান টাকা বিকাশ করেন। পরে সে যোগাযোগ করলে অভিযুক্ত পার্থ যোগাযোগ বন্ধ করে ব্লক করে দেন।

এ ঘটনায় ভিকটিম মাহবুব গত ৫ জুন গুলশান থানায় মামলা করেন। মামলা রুজুর পর গোয়েন্দা অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তদন্ত শুরু করে।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক জানান, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারকের অবস্থান সনাক্ত করে গত ৮ জুন রাতে রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত প্রায় ২০টি গ্রুপে বেনামী আইডি দিয়ে বুস্টিং এর বিজ্ঞাপন দিতো। ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তদন্ত অব্যাহত আছে।

গ্রেফতারকৃত পার্থকে আদালতে পাঠানো হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

প্রকৌশল নিউজ/এমআরএস