বকেয়া বেতন : ঢাকা-সিলেট মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবি ও অনিয়মের প্রতিবাদে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা। তাদের দাবি, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কর্তৃপক্ষ গত চার মাস তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি।
বকেয়া বেতন–ভাতা পরিশোধের দাবি ও অনিয়মের প্রতিবাদে নারায়ণগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের শ্রমিকেরা। তাদের দাবি, ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের কর্তৃপক্ষ গত চার মাস তাদের বেতন-ভাতা পরিশোধ করেনি।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কয়েক হাজার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। তারা সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘লকডাউনে জরুরি ও পণ্যবাহী ছাড়া অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তির সৃষ্টি হয়নি। কিছু রিকশা-ভ্যান আটকে আছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’