ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময় ১৪ জুন পর্যন্ত বাড়ল
ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ই জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।
ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৪ই জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সরকার।
রোববার এ ঘোষণা দেয়া হয়। এ নিয়ে কয়েক দফায় বাড়ানো হলো ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের সময়সীমা।
এর আগে, গত ২১ মে ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৮ দিন বাড়িয়ে ৩১শে মে পর্যন্ত করা হয়।
করোনা পরিস্থিতির কারণে গত ২৬শে এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ই মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে ২৩শে মে পর্যন্ত করা হয়।
এদিকে ভারতে করোনা সংক্রমণ কমলেও মৃত্যু অপরিবর্তিত রয়েছে। শনিবার দেশটিতে মারা গেছে তিন হাজার ৬শ ১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি তিন লাখ ২৫ হাজার ছাড়াল।
একদিনে শনাক্ত হয়েছে এক লাখ ৭৪ হাজারের বেশি। এ নিয়ে ভারতে মোট করোনা শনাক্ত দুই কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। করোনা সংক্রমণ ঠেকাতে এ পর্যন্ত দেশটিতে ২১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস