কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৫
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের প্রভাবে নেমেছে তীব্র ঠান্ডা। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।
দেশর উত্তর ও মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় ঢেকে আছে আকাশ। সূর্য উঠলেও অনেক এলাকাতেই রোদের কিরণ পৌঁছাচ্ছে না। চারপাশ ঘনঘোর। শীতে কাঁপছে দেশ।
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহের প্রভাবে নেমেছে তীব্র ঠান্ডা। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছে রাজারহাট আবহাওয়া অফিস।
রাজারহাট আবহাওয়া অফিস জানায়, কুড়িগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। এতে পুরো জেলাজুড়ে তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও দুই থেকে তিনদিন পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে।
রাজারহাট আবহাওয়া অফিস আরো জানায়, তাপমাত্রা সামান্য ওঠা-নামা করলেও আগামী চারদিন পর্যন্ত তীব্র শীত ও ঘন কুয়াশা থাকবে। কয়েকদিন আকাশ মেঘলা ছিলো। পরে দুই দিনের অব্যাহত বাতাসে সেই মেঘ সরে যাওয়ায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শৈত্য প্রবাহের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ রোববার উত্তরের কুড়িগ্রাম ও রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগসহ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চট্টগ্রাম ও বরিশাল অঞ্চলে আজ রাতে তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে।