২০২৩ সালের জুনের মধ্যেই তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্ত হবে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আমাদের প্রত্যাশা ২০২৩ সালের জুনের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্ত হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আমাদের প্রত্যাশা ২০২৩ সালের জুনের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ সমাপ্ত হবে।
শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মো. মাহবুব আলী বলেন, তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে, বর্তমান বিমানবন্দরের যে সক্ষমতা, তার চেয়ে দুই–তিনগুণ বেশি সক্ষমতা থাকবে। সমস্ত কিছু অটোমেশন পদ্ধতিতে চলবে। টানেলের মাধ্যমে টার্মিনালকে মেট্রোরেলের সঙ্গে যুক্ত করা হবে।
বিমানবন্দর টার্মিনালের কাজের অগ্রগতি প্রত্যাশার চেয়ে বেশি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। মেট্রোরেল আজ চলার পথে, পদ্মা সেতুর কাজ সমাপ্তির পথে। উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে সবাই বিদেশ থেকে এসেই যাতে উপলব্ধি করতে পারে, তার জন্য বিমানবন্দরের ৩য় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। কোভিডের আগ্রাসনে যখন সারাবিশ্ব ক্ষত-বিক্ষত, তখন একদিনের জন্যও এই কাজ বন্ধ হয়নি। কাজের অগ্রগতি এই সময়ে প্রত্যাশা ছিল ১৪.৫। কিন্তু কাজের অগ্রগতি হয়েছে ১৭.৫। আমাদের প্রত্যাশা ২০২৩ সালের জুনের মধ্যেই এই কাজ সমাপ্ত হবে। আমাদের বিশ্বাস হয়তো এর আগেই কাজটা শেষ হয়ে যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আরো বলেন, করোনায় এশিয়ার অন্য দেশগুলোর জিডিপিতে ধ্বস নেমেছে। তবে বাংলাদেশ ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। দেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ডলার থেকে ২৭ শ ডলার হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ।
প্রকৌশল নিউজ/আইএ/এমআর