এসএসসি নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছরের নভেম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এসব পরীক্ষার সময় পেছানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলতি বছরের নভেম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এসব পরীক্ষার সময় পেছানো হবে না বলেও জানিয়েছেন তিনি।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, কোথাও যদি সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনে বন্ধ করে দেবেন। ‘এক্ষেত্রে কোনো দ্বিধা করবো না। যদিও এখন পর্যন্ত কোথাও সেরকম পরিস্থিতি তেমনভাবে প্রভাব ফেলেনি। যদি কোথাও আশঙ্কা দেখা দেয়, নিশ্চয়ই আমরা ব্যবস্থা নেবো।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সংক্রমণের কথা শোনা যাচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সেগুলো দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমাদের শিক্ষা মন্ত্রণালয় দেখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো।’
মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানিকগঞ্জের একটি জায়গায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। ঘটনাটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ‘সেই শিক্ষার্থী শুধু ১৫ সেপ্টেম্বর একবার স্কুলে এসেছিল। এরপর প্রায় সাতদিন পরই তার করোনা শনাক্তের খবর পাওয়া যায় এবং সে মারা যায়। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন, সে যেদিন স্কুলে এসেছিল তখন তার কোনো ধরনের উপসর্গ ছিল না। যে কারণে সেখানকার সবার পরীক্ষা করার প্রয়োজন নাই। আমরা তারপরও পর্যবেক্ষণ করছি।’
দশম শ্রেণির একজন শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, দশম শ্রেণির ওই শিক্ষার্থীর সঙ্গে যতজন ক্লাসে এসেছিল সকলেরই পরীক্ষা করানো হয়েছে। কিন্তু আর কারো মধ্যে করোনাভাইরাস পাওয়া যায়নি।
ডা. দীপু মনির কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় এখন প্রায়ই আমাকে লিখে জানানো হচ্ছে, বিভিন্ন স্কুলে শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে। আমরা প্রতিটি জায়গায় সঙ্গে সঙ্গে অনুসন্ধান করছি। তবে আমরা এখন পর্যন্ত কোথাও এসবের সত্যতা কিন্তু পাইনি।’
প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এখনই স্কুলে পাঠানোর ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, তারা আপাতত ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যাবে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'তিন সপ্তাহ পার হোক, তারপর আমরা দেখবো কী করা যায়।'
প্রকৌশলনিউজ/সু