মার্কেটে মাস্ক না পরায় দন্ডিত ৩১
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট ও পল্টন সিটি হার্ট মার্কেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩১ জনকে অর্থ দন্ড দিয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট ও পল্টন সিটি হার্ট মার্কেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩১ জনকে অর্থ দন্ড দিয়েছে। রোববার দুপুরে মাস্ক না পড়ায় ভ্রাম্যমাণ আদালত তাদেরকে জরিমানা করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ এর নেতৃত্বে দারুস সালাম থানা পুলিশের সহায়তায় মিরপুর শাহ আলী মার্কেটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ২২ জনকে ১১,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
অপর এক অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হক এর নেতৃত্বে পল্টন থানা পুলিশের সহায়তায় পল্টন সিটি হার্ট মার্কেটে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট ৯ জনকে ২,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস