রাজধানীতে ছুটির দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ
রাজধানীর মিরপুরের কালশীতে পোশাক শ্রমিকরা ঈদে ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন।
রাজধানীর মিরপুরের কালশীতে পোশাক শ্রমিকরা ঈদে ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছেন।
আজ সোমবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে গার্মেন্টেসে কাজ বন্ধ করে সড়কে নেমে আসে। পরে পুলিশের মধ্যস্ততায় তারা আবার গার্মেন্টেসে ফেরত গেছেন। তবে মালিক পক্ষের সঙ্গে এখনও ছুটির বিষয়ে আলোচনা চলছে।
পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহম্মদ শাহ কামাল সিটি নিউজ ঢাকাকে বলেন, শ্রমিকরা রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল। তারা ঈদে সাত দিন ছুটি চাইছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি। দুই পক্ষ আলোচনায় বসেছে। মালিকপক্ষ বিজিএমইএর সঙ্গে আলোচনা করছেন। আশাকরি একটি সমাধান আসবে।
তিনি বলেন, রাস্তা কোথাও ব্লক নেই। সবকিছু স্বাভাবিক আছে। গার্মেন্টস কর্মীরা তাদের স্ব স্ব কর্মস্থলে ফেরত গিয়েছেন।
এর আগে, গতকাল রোববার মিরপুরের বেশ কটি পোশাক কারখানার শ্রমিকরা একই দাবিতে রাস্তায় নামেন।
শ্রমিকরা বলছেন, ঈদে ছুটি পাবেন—এ আশায় তারা আগে বাড়তি কাজ করেছেন। এখন তাদের বেশি ছুটি দিতেই হবে। বেশি ছুটি না দিলে আবারও সড়কে নেমে আসবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
এদিকে, রোববার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে ঈদে তিন দিন ছুটি থাকবে। সেটাই নির্ধারিত। এতে কোনো পরিবর্তন আসবে না। ঈদে ছুটি থাকলেও সবাইকে স্ব স্ব কর্মস্থলেই থাকতে হবে।