সংসদ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে

দেশে এখন পর্যন্ত বিভিন্ন এলাকার শতাধিক সংসদ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর চারজন সাংসদ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংসদ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ বাড়ছে

দেশে করোনাভাইরাসে সংসদ সদস্যের সংখ্যা প্রতিনিয়ত আশংকাজনকভাবে বাড়ছে। এখন পর্যন্ত বিভিন্ন এলাকার শতাধিক সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর চারজন সাংসদ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সংসদ সচিবালয়ের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, এ পর্যন্ত দেশের প্রায় ১’শ ১১ জন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন সংসদ সদস্যের কোনো উপসর্গ ছিল না।

সর্বশেষ গত বুধবার কুমিল্লা-৫ আসনের এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-১ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, নওগাঁ-৬ আসনের ইসরাফিল আলম ও সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরী।

করোনাভাইরাস প্রতিরোধে দেশে গত ২৭ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া শুরু হয়। টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গত ৮ এপ্রিল সারাদেশে করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে।

দেশে গত বছরের ৮ মার্চ করোনাভাইরাস শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর খবর আসে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ১৮২ জন। শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এছাড়া ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলছে সর্বাত্মক লকডাউন। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলছেন তারা।