মিয়ানমারের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে আটকের বিষয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে এ হুশিয়ারি দেন। অভ্যুত্থানে আটক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বাইডেন।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতাকে আটকের বিষয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি এক বিবৃতিতে এ হুশিয়ারি দেন। অভ্যুত্থানে আটক রাজনীতিবিদদের ছেড়ে দেওয়া না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন বাইডেন।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত নভেম্বরের মিয়ানমারের জাতীয় নির্বাচন নিয়ে এনএলডি ও দেশটির সামরিক বাহিনীর মধ্যে বৈরিতা চরমে পৌঁছে। নির্বাচনে এনএলডি সরকার গঠনের মতো আসন পেলেও জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। এসব টানাপোড়েনের মধ্যেই সুচিদের প্রেপ্তার করা হয়। এই খবরের পর পরই কড়া ভাষায় বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের মুখপাত্র জেন পিসাকি বলেন, মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পাল্টে দেয়ার যেকোনো চেষ্টা বা মিয়ানমারের গণতন্ত্রের উত্তোরণে যেকোনো বাধা তৈরির চেষ্টার বিরোধী যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সেনাবাহিনীর এই পদক্ষেপকে দেশটির গণতান্ত্রিক উত্তরণকে নষ্ট করার ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের প্রেসিডেন্ট, ক্ষমতাসীন দলের প্রধানসহ আটক সুশীল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেছেন। ৮ নভেম্বরের জনরায় মেনে নেওয়ারও আহ্বান জানান তিনি।
গণতন্ত্রের পথে থাকলেও মিয়ানমার নামক দেশটি পরিচালিত হচ্ছিল প্রচ্ছন্ন সামরিক হস্তক্ষেপে। শুধু সামরিক নয়, মিয়ানমানের সেনাবাহিনী দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্বের অধিকারী ছিল। নভেম্বরের জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সামরিক অভ্যুত্থান ঘটায় মিয়ানমারের সেনাবাহিনী। সোমবার প্রত্যুষে একই চিত্র দেখা গেলো। গত কয়েক বছরে এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে হুমকির মুখে পড়েছে। এর আগে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়েছিলো ১৯৮৮ সালের ১৭ সেপ্টেম্বরে।
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান ঘটনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছে পশ্চিমা বিশ্বের অনেক নেতা।
প্রকৌশল/সু